ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাকরাইলে মা-ছেলে হত্যার আসামি জনি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
কাকরাইলে মা-ছেলে হত্যার আসামি জনি গ্রেফতার র‌্যাবের হাতে আটক আল আমিন ওরফে জনি

ঢাকা: কাকরাইলে মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় মূল হত্যাকারী আল আমিন ওরফে জনিকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমন্ডার মুফতি মাহমুদ খান।

বিকেল চারটায় রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জনি মামলার এজাহারভুক্ত  ৩ নং আসামি এবং দুই নম্বর আসামি অভিনেত্রী শারমিন মুক্তার ভাই।

এদিকে, মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার নিহতের স্বামী আবুল করিম ও করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা ছয়দিনের রিমান্ডে রয়েছেন।

গত বুধবার (১ নভেম্বর ) সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে দূর্বৃত্তরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad