ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ছেঁউড়িয়ার কালিনদীর তীরে লালন মঞ্চে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ার‌ম্যান আব্দুল মান্নান খাঁন, কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট  আক্তারুজ্জামান মাসুম, পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন, লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ।

আলোচনা সভা শেষে লালনের গানে মুখরিত হয়ে উঠে লালন মঞ্চ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।