ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে নবনির্মিত প্রাণিসম্পদ ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
পাঁচবিবিতে নবনির্মিত প্রাণিসম্পদ ভবন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাণী সম্পদ ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম সোনার।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত মেয়র নূর হোসেন, সহকারী কমিশান (ভূমি) একেএম হেদায়েতুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বেনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বককর সিদ্দিক মণ্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজামান চৌধুরী বিপ্লব প্রমুখ।
 
এর আগে পাঁচবিবি উপজেলার সকল খামারীদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad