ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে যাত্রীর পেটে ১০টি স্বর্ণের বার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
বেনাপোলে যাত্রীর পেটে ১০টি স্বর্ণের বার পাচারকারীসহ আটক স্বর্ণ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর):  ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে মইনুদ্দিন(২৭) নামে এক পাসপোর্ট যাত্রীর পেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণ পাচারকারীরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, আটক স্বর্ণ পাচারকারীর বিষয়ে তাদের কাছে আগে থেকে খবর ছিল। পরে বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাকে ধরা হয়। এ সময় প্রথমে অস্বীকার করলেও পরে তার মলদ্বারে স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এজেডএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।