ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে তিন মাদকসেবীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
বাগেরহাটে তিন মাদকসেবীকে কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল হাফিজ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের সদর হাসপাতাল মোড় থেকে রেল রোড এলাকার মৃত সোহরাব হোসেনরে ছেলে মিজানকে (২৭) এক বছর, উপজেলার আলোকদিয়া এলাকার বাবুল শেখের ছেলে ইয়াছিন শেখকে (২৫) ছয় মাসের এবং শহরের সাধনার মোড়ের আজিজুল হকের ছেলে মুকুল শেখকে (৩২) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (‌ইউএনও) মো. নুরুল হাফিজ বাংলানিউজকে জানান, নিয়মিত মোবাইল কোর্টের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছাব্বিশ ধারায় তাদের কারাদণ্ডাদেশ দেওয়া করা হয়েছে। সাজাপ্রাপ্তদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।