ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে দুইপক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
সাভারে দুইপক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে দুইপক্ষের সংঘর্ষে কামরুল হাসান নামে (১৮) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

সোমবার (২১ আগস্ট) রাতে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ওই কামরুল হাসানের মৃত্যু হয়।  

নিহতের চাচা সোলায়মান মিয়া বাংলানিউজকে জানান, কামরুল রাজধানীর উত্তরা মাইলষ্টোন কলেজের প্রথমবর্ষের ছাত্র।

তিনি আশুলিয়ার গাজিরচট এলাকার হারুণ অর রশিদের ছেলে। তার হার্ডওয়ারের ব্যবসা রয়েছে।  

নিহত কামরুলের বন্ধুরা জানান, বিকেলে তারা বেশ কয়েকজন বন্ধু-বান্ধু-বান্ধব ও সমবয়সী মিলে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ঘুরতে যান। সেখানে পূর্ব পরিচিত কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়।  

এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামরুল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ বাংলানিউজকে জানান, নিহত ওই কলেজছাত্রের মাথা ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এসএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।