ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানের এক ফ্লাইট স্থগিত, আরেকটির সূচি বদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিমানের এক ফ্লাইট স্থগিত, আরেকটির সূচি বদল বিমানের এক ফ্লাইট স্থগিত, আরেকটির সূচি বদল

ঢাকা: যাত্রীসংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দু’টি নিয়মিত হজ ফ্লাইট স্থগিত ও সূচি বদল করা হয়েছে।

এর মধ্যে বিজি ৯০৭৯ ফ্লাইটটি ভোর সাড়ে ৫টায় সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটির সূচি বদল করে ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় করা হয়েছে।

এছাড়া বিমানের বিজি ৩৬০৩৫ নিয়মিত ফ্লাইট সকাল ৯টায় ছিল। যাত্রী সংকটের কারণে সেটি স্থগিত করা হয়েছে। তবে এখনো পরিবর্তিত সময়সূচি দেওয়া হয়নি।  

রোববার পর্যন্ত ৩১টি ফ্লাইট বাতিল করা হলো, যার মধ্যে বিমানেরই ছিল ২৬টি ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে বিভিন্ন জটিলতায় ৪ হাজার ৭৭৬ জনের পাসপোর্ট জমা হয়নি। ফলে তাদের ভিসাও হয়নি।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২২দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩১টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। এর মধ্যে বিমানেরই ২৬টি ফ্লাইট বাতিল হলো।

হজ ফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনসের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসআইজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।