ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে র‌্যালি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে র‌্যালি

সিলেট: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে বনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টায় নগরীর মির্জাজাঙ্গাল থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
 
অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় র‌্যালিতে অংশে নেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, এপিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিটি করপোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সংরক্ষিত কাউন্সিলর দিবা রানী দে বাবলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংরক্ষিত কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, প্রদীপ কর, বিরাজ মাধব চক্রবর্তী মানষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি মৃত্যুজয় ধর ভোলা, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর, মাধুরী গুণ, মিটুন রায়, রকি দেব, সত্যজিত চৌধুরী, বিধান কৃষ্ণ রায়, আকাশ দেবনাথ, সৌরভ তরফদার প্রমুখ।

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের সব ক’টি মন্দির ও বাসা-বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা নেতারা। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে সিলেটে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।