ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ওপরে

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (১৩ আগস্ট) বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। এতে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জগন্নাথপুর উপজেলা প্লাবিত হয়েছে।

বন্যার কারণে দুভোর্গে পড়েছেন ওই সব এলাকার মানুষ। এদিকে শহরতলীর কয়েকটি এলাকায়ও সুরমা নদীর পানি ঢুকে পড়েছে।

শহরের সুরমা পাড়ের বাসিন্দা অলি আহমদ বাংলানিউজকে বলেন, বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। এসব পানি পায়ে লেগে চুলকানি সহ নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে আমাদের এলাকার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভূইয়া বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আশার কথা হল দু’এক দিনের মধ্যে বৃষ্টি কমে গেল নদীর পানিও নেমে যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।