ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্ধেকেরও বেশি হজযাত্রী ঢাকা ছাড়ার অপেক্ষায়

শরিফুল ইসলাম জুয়েল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
অর্ধেকেরও বেশি হজযাত্রী ঢাকা ছাড়ার অপেক্ষায় হজযাত্রীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হজ অফিসের তথ্যমতে চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজব্রত পালনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। কিন্তু, এখনো প্রায় ৬৯ হাজার ১০জন হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

শনিবার (১২ আগস্ট) বেলা ১২ পর্যন্ত মোট ৫৮ হাজার ১শ ৮৮ জন হজযাত্রী সৌদি-আরব গমণ করেছেন।

হজের বাকি মাত্র ২১ থেকে ২২ দিন।

প্রতিনিয়ত হজ ফ্লাইট বাতিল হচ্ছে। তাই, নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারবেন কিনা তা নিয়ে সঙ্কিত রয়েছেন ঢাকা ছাড়ার অপেক্ষারত হজযাত্রীরা। তবে অনেকের ধারণা, হজের আগেই সৌদি-আরব পৌঁছতে পারবেন তারা।

এ বিষয়ে এক ইমিগ্রেশন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয় সময়মত সবাই চলে যাবেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৭ হাজার ৪জন ও সৌদি এয়ারলাইন্সে ৩১ হাজার ১৮৪জন হজযাত্রী সৌদি-আরব গমণ করেছেন।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে ১হাজার ৬শ ৪৮জন যাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। যার মধ্যে ভোর ৪টা ২৫ মিনিটে ৩শ ৯১জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট ঢাকা ছেড়েছে।

এদিকে, সৌদি এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে মোট ১হাজার ২শ ৯১ জন হজযাত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। যাদের মধ্যে সকাল ৭টা ৪ মিনিট ও ১১টার ফ্লাইটে মোট ৮শ ৪১জন হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

এছাড়া দিনের বাকি ৪টি (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি এবং সৌদি এয়ারলাইন্সের ১টি) ফ্লাইটও যথা সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন হজ পরিচালক সাইফুল ইসলাম।

তিনি বলেন, আশা করি নির্দিষ্ট সময়ের আগেই হজযাত্রীরা সৌদি-আরব পৌঁছাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসআইজে/ওএইচ/

**
আল্লাহর কাছে সন্ত্রাসমুক্ত দেশ চাইবো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।