ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

চুয়াডাঙ্গা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মঙ্গলবার গভীররাতে জেলার জীবননগর উপজেলার মনোহরদিয়া গ্রাম থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।



উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি দেশি পিস্তল, একটি শার্টারগান, একটি পাইপগান, একটি ওয়ান শুটারগান এবং শার্টারগানের চার রাউন্ড কার্তুজ।

র‌্যাব সুত্র জানায়, মনোহরদিয়া গ্রামের মাঠপাড়ার জনৈক হাজী মো. মনির হোসেনের জাম বাগানে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি রাখা আছে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা র‌্যাব-৬ এর লে. হাবিবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি কোন বড় ধরনের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার জন্য রেখে গিয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।