ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও বুঝিয়ে দেওয়া হয়নি বিরোধীদলীয় নেত্রীর সাভারের জমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

সাভার: প্রশাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও সাভারে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জমির স্থাপনা ভেঙ্গে ফেলার পর সেই জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি।

শনিবার ওই জমির সামনে দীর্ঘ দেড় ঘন্টা অপো করে প্রশাসনের কারও দেখা পাননি খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান।



উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া সাভারের সহকারী কমিশনার (ভূমি) শরিফুজ্জামানও সেখানে ছিলেন না। মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী।

অথচ শরিফুজ্জামানের কথা অনুযায়ী সকাল দশটায় বিরোধীদলীয় নেত্রীর মালিকানার স্বপক্ষে জমির দলিল নিয়ে একজন সহকর্মীসহ সেখানে উপস্থিত ছিলেন আহমেদ আজম খান।

আহমেদ আজম খান সাংবাদিকদের জানান, প্রশাসন জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্যে তাদের আসতে বলার পরও প্রশাসনের কেউ সেখানে উপস্থিত না থাকাটা রহস্যজনক।

এ ব্যাপারে বিরোধীদলীয় নেত্রীকে অবহিত করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গত ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা জেলা প্রশাসন জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন উত্তর রামচন্দ্রপুর মৌজায় অবস্থিত ১৮ শতাংশ জমিতে খালেদা জিয়ার নামে নির্মিত স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। মৌজার শতাধিক বিঘা জমির মালিকানার দাবিতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ কয়েকজন মামলা করেন। মামলার রায় তাদের পক্ষে আসায় ওই স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

পরে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জের সদর উপজেলার আলোর মেলা গ্রামের পুরাতন কোর্ট রোডের বাসিন্দা মর্তুজ আলীর ছেলে মো. আক্কাস আলীর নামে।

সাইনবোর্ডে দাগ নম্বর ২২ উল্লেখ করা হলেও খালেদা জিয়ার তফসিলভূক্ত জমির দাগ নম্বর ৩২ বলে জানান আহমেদ আজম খান।

এদিকে দুপুরে বিরোধীদলীয় নেত্রীর জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আশুলিয়া বিএনপি। বিরোধী দলীয় নেত্রীর জমির মালিকানা বুঝিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময় ১৫০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।