ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

ঢাকা: ‘আর নয় আত্মহনন, সকল প্রকার সহিংসতা প্রতিরোধে আমরা হবো বদ্ধপরিকর’ স্লোগান নিয়ে শনিবার পালিত হলো বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান বলেন, ‘২০০৯ সালের ২৩ জুলাই কার্যক্রম শুরু করে আজ আমরা সারা দেশে ৫৬টি শাখা প্রতিষ্ঠা করেছি এবং নতুন আরও ১০০টি শাখায় কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন হলেও আমরা মানুষের রাজনৈতিক অধিকার মূল্যায়ন করি। ’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, কবি কাজী রোজী, নাট্যকর্মী রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মানবধিকারকর্মী জিয়া হাবিব হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।