ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ১২৭৪ নেশার ইনজেকশন উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শনিবার সকালে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ১ হাজার ২৭৪টি নেশাজাতীয় ইনজেকশন (বুপ্রেণরফাইনযুক্ত লুপিজেসিক অ্যাম্পুল) সহ দুই পাইকারি বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন-মোস্তাক আহমেদ (২৮) ও খোরশেদ (৪৫)।

তারা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলাধীন সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মো. আজিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার সকালে অভিযানে নামে। সূত্রাপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তার উপরে মোস্তাক ও খোরশেদের ব্যাগে তল্লাশী চালিয়ে র‌্যাপিং পেপার দিয়ে মোড়ানো ১ হাজার ২৭৪ টি বুপ্রেণরফাইনযুক্ত লুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেন তারা।

জিজ্ঞাসাবাদে মোস্তাক ও খোরশেদ জানান, তারা উভয়েই নীলফামারী জেলার সৈয়দপুর থেকে এসব নেশার ইনজেকশন এনে ঢাকার পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন।

এ ঘটনায় সুত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।