ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় কোচ ধর্মঘট প্রত্যাহার

কিউএম সাঈদ টিটো, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

নওগাঁ : অবশেষে নওগাঁয় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গ্রেফতারকৃত শ্যামলী পরিবহনের চালক নজরুল ইসলাম রোববার বিকেলে নওগাঁ জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে এলে নওগাঁ জেলা মোটর শ্র্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।



দুপুরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট শাহাদৎ হোসেন তার জামিন মঞ্জুর করেন।

সন্ধ্যার পর থেকে দূর পাল্লার বাসগুলো চলতে শুরু করেছে।

শনিবার বিকেলে সংরক্ষিত আসনের এমপি শাহীন মনোয়ার হককে বহনকারী পাজেরো জিপকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে জিপটি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় পুলিশ ওই বাসসহ চালক নজরুল ইসলামকে আটক করে। পরে এমপি বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করলে আদালত ড্রাইভার নজরুলকে জেল হাজতে পাঠান।

এর প্রতিবাদে শ্রমিকেরা রোববার রাত ১০টা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এরপর নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দূরপাল্লার কোনো বাস না ছাড়ায় আগে থেকে টিকিট করা যাত্রীরা বেকায়দায় পড়েন।

বাংলাদেশ সময় : ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।