ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড : নথি প্রকাশের দাবি সাবেক জাসদ নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

চট্টগ্রাম: সাত নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের সঠিক ঘটনা ও সামরিক ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ নথি আদালতের মাধ্যমে প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জনিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক নেতারা।

সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় চট্টগ্রামের সাবেক জাসদ নেতাদের সমন্বিত মোর্চা ‘৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস উদযাপন পরিষদ’ এর নেতৃবৃন্দ।



সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘ক্ষমতার দাপটে বিএনপি সিপাহী-জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবসকে সিপাহী-জনতার সংহতি দিবস হিসেবে পালন করে ইতিহাস বিকৃত করছে। বিএনপি ৭৫ এর নভেম্বরে অভ্যুত্থানের সুফল ভোগকারী হলেও সেই বিপ্লবের নায়ক কর্নেল তাহেরকে তারাই ট্রাইব্যুনালের এখতিয়ার বর্হিভূত আদেশে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ’

নেতৃবৃন্দ বলেন, ‘কর্নেল তাহেরের বদান্যতায় সৈনিকদের কোয়ার্টার গার্ড থেকে জিয়া মুক্তি পেলেও সভ্যতার ইতিহাসে নজিরবিহীন প্রহসনের বিচারের মাধ্যমে কাপুরুষ জিয়া তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। ’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পরিষদের আহ্বায়ক গোলাম জিলানী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আজম সাদেক, দিলীপ কান্তি দাশ, সিরাজুল ইসলাম রাজু, সদস্য সচিব ফেরদৌস চৌধুরী সহ অর্ধশতাধিক সাবেক জাসদ নেতা।

বাংলাদেশ সময় : ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।