ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতুর রণাবেণ ও টোলের দায়িত্ব হস্তান্তর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

সিরাজগঞ্জ: নতুন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বঙ্গবন্ধু সেতুর রণাবেণ ও টোলের দায়িত্ব হস্তান্তর করেছে সেনাবাহিনী।  

রোববার রাত ১২ টার পর সেনাবাহিনী’র কর্মকর্তারা নতুন ঠিকাদারী প্রতিষ্ঠানকে সেতুর দায়িত্ব হস্তান্তর করেন।

এই ঠিকাদারী প্রতিষ্ঠান ১ নভেম্বর ২০১০ সাল থেকে আগামী ৫ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপরে মাধ্যমে নতুন চুক্তিকৃত ঠিকাদারী চায়না ও দেশীয় প্রতিষ্ঠানগুলো হলো: টোলের দায়িত্বে নিযুক্ত গোয়েঞ্জি সায়েন্টেফিক ইনিস্টিটিউট অব কনস্ট্রাকশন (জিএসআইসি), শামীম এন্টারপ্রাইজ লিমিটেড (এসইএল) ও উদয়ন ডেভেলপমেন্ট কোম্পানি (ইউডিসি)।

এছাড়া রণাবেণের দায়িত্বে নিযুক্ত হয়েছে মেটারোলজিক্যাল কনস্ট্রাকশন কোম্পানি অব চায়না (এমসিসিসি), এসিএল ও ইউডিসি।

সেতু কর্তৃপ থেকে রণাবেণের জন্য প্রায় ৫৪ কোটি টাকা ও টোল আদায়ের জন্য প্রায় ১৪ কোটি টাকায় ৫ বছরের জন্য খরচ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ