ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কোটা আন্দোলন নেতা সাখাওয়াত রিমান্ড শেষে কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কোটা আন্দোলন নেতা সাখাওয়াত রিমান্ড শেষে কারাগারে সিএমএম আদালত/ফাইল ফটো

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন রনির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ আগস্ট) এক দিনের রিমান্ড শেষে সাখাওয়াতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক মো. সজীবুজ্জামান।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাখাওয়াতের পক্ষে অ্যাডভোকেট নূর উদ্দীন ও জায়েদুর রহমান জামিনের আবেদন করেন।

তার বিরুদ্ধে দণ্ডবিধি আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দু’টি মামলা রয়েছে।

গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ‍আগস্ট ১৫, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।