ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

পিরোজপুরে যুবকের ১৪ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পিরোজপুরে যুবকের ১৪ বছর কারাদণ্ড

‌পি‌রোজপুর: পিরোজপুরে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের দায়ে এমদাদুল হক (২৫) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।  
দণ্ডপ্রাপ্ত এমদাদুল হক পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।


 
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ আগস্ট সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এলাকার ব্রিজের ওপর থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় এমদাদুল হক। ঘটনার পরেরদিন (১৫ আগস্ট) মেয়েটির বাবা বাদী হয়ে এমদাদুল হককে আসামি করে পিরোজপুর সদর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও এমদাদুল হককে গ্রেফতার করে। ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পিরোজপুর সদর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন এমদাদুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত নয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান।

বাংলা‌দেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।