ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের ফাঁসি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের ফাঁসি 

ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জে ব্যবসায়ী নবাব আলী হত্যা মামলায় মো. বাচ্চু নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (০৯ অক্টোবর) ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ আদেশ দেন।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-সজল ও সুমন।

রায় ঘোষণার সময় বাচ্চু আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন পলাতক।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর সদরঘাট থেকে জিঞ্জিরার বাসায় ফেরার পথে তাকে হত্যা করে দুস্কৃতিকারীরা। তিনি কেরানীগঞ্জে চশমা বিক্রি করতেন।  

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি নজরুল ইসলাম বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় নবাবকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে জানিয়েছে আসামিরা।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমআই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।