ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

মাঘের শীত | আবু আফজাল মোহাঃ সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
মাঘের শীত | আবু আফজাল মোহাঃ সালেহ প্রতীকী ছবি

মাঘের ভোরে
বারেক কাঁপে
ঠকঠকিয়ে!

মাঘের বায়ে
বাতাস বাহে
শিরশিরিয়ে!
 
মাঘের রোদে
শিশির নড়ে
চিকচিকিয়ে!
 
মাঘের শীতে
বাঘ কাঁপে
থরথরিয়ে!
 
মাঘের রাতে
ব্যথা করে
টনটনিয়ে!
 
মাঘের সাঝে
মৌমাছি ওড়ে
ভনভনিয়ে!
 
 
কুয়াশা
 
শহর থেকে
গ্রামান্তরে
চোখ যায় না
অতি দূরে!
কুয়াশা ভিজে
সমীরণ
বাতাস নিয়ে
খেলা করে!
গাও গেরাম
ভরেছে যে
শুভ্র সাদা
অংকনে!
দিকবিদিক
ঢেকে যেন
পশমি সাদা
চাদর রে!

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।