ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালির ব্রিজ ধস: নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ইতালির ব্রিজ ধস: নিহতের সংখ্যা বেড়ে ৩৫ ইতালির ধসে পড়া ব্রিজ (সংগৃহীত ছবি)

ইতালির বন্দর নগর গেনোয়াতে একটি মোটরওয়ে ব্রিজ ধসে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের ডেপুটি এদোয়ার্দো রিক্সি।

মঙ্গলবার (১৪ আগস্ট) পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সেতুটির উচ্চতা প্রায় ৯০ মিটার (২৯৫ ফুট)। ধসে পড়ার সময় সেটির উপর যানবাহনের লম্বা লাইন ছিল।

দুর্ঘটনার পরে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট শেয়ার করেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।  

স্থানীয় ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় আনুমানিক ১১টা ৩০ মিনিটে ব্রিজটির একটি সেকশন ধসে পড়ে। সেতুটি যানবাহন সমেত নিচের একটি রেললাইনের উপর ধসে পড়েছে। এসময় সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছিল। ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।  

জরুরি উদ্ধারকাজ চলছে। লোকজনকে ধ্বংসস্তুপ থেকে তুলে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে কাজ করছে প্রায় ২শ’ উদ্ধারকর্মী।

ব্রিজ ধসের দৃশ্যটি ‘কেয়ামতের সমতুল্য’ বলে মন্তব্য করেছেন এক প্রত্যক্ষদর্শী।

১৯৬০ সালে নির্মিত এই মোটরওয়ে ব্রিজটিতে ২০১৬ সাল থেকে পুননির্মাণের কাজ চলছিল।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।