ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ছুরিকাঘাতে প্রাণ গেলো অলিম্পিক পদকজয়ী ফিগার স্কেটারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ছুরিকাঘাতে প্রাণ গেলো অলিম্পিক পদকজয়ী ফিগার স্কেটারের ডেনিস টেন

২০১৪ সালের অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে ব্রোঞ্জ পদকজয়ী কাজাখাস্তানের ডেনিস টেন দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছেন। দুই চোরের কবলে পড়লে তাদের ছুরিকাঘাতে প্রায় তিন লিটার রক্ত হারান টেন।

মূলত অতিরিক্ত রক্তক্ষরণেই হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুঃখজনক এ ঘটনাটি ঘটেছে কাজাখাস্তানের আলমাটি শহরে।

আক্রমণকারী ওই দুই চোর টেনের গাড়ির লুকিং গ্লাস চুরির চেষ্টা করছিল। এ নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আঘাত করে।

পরে পথচারীরা অচেতন অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।  

২৫ বছর বয়সী টেন প্রথম কাজাখ স্কেটার যিনি কোনো অলিম্পিক পদক জিতেছেন।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।