ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জঙ্গিদল আইসিস নির্মূলে কাজ করবে রাশিয়া তুরস্ক ইরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
জঙ্গিদল আইসিস নির্মূলে কাজ করবে রাশিয়া তুরস্ক ইরান

মধ্যপ্রাচ্য থেকে উগ্র ধর্মান্ধ খুনে জঙ্গি দল আইসিসকে নির্মূলে একযোগে কাজ করে যাবে পরাশক্তি রাশিয়া ও তার দুই মুসলিম মিত্রদেশ তুরস্ক ও ইরান। দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মধ্যে বৈঠক করে এই সমঝোতায় পৌঁছেছেন।

কাজাখস্তানের রাজধানী আসতানায় নিজেদের মধ্যে বৈঠক শেষে শুক্রবার তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে এক যৌথ বিবৃতি দেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের জাভেদ জারিফ ও তুরস্কের মেভলুত কাভুসগ্লু জঙ্গিদল আইসিসকে নির্মূল না করা পর্যন্ত নিজেদের মধ্যে কার্যকর সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সিরিয়া নিয়ে যে ‘আসতানা প্রসেস’ শুরু করেছিল এই তিন দেশ, দু’বছর পর তার অর্জন কতোটা কি হলো তারই মূল্যায়ন করা। পাশাপাশি এর আলোকে নিজেদের অভিন্ন কৌশল ও সহযোগিতার কার্যকর রূপরেখা প্রণয়ন করা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।