ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে দাবানলের ভেতর আটকা পড়েছে ৩০ শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
তামিলনাড়ুতে দাবানলের ভেতর আটকা পড়েছে ৩০ শিক্ষার্থী এই দাবানলের ভেতর আটকা পড়েছে ২৭ শিক্ষার্থী। ছবি-সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ভয়াবহ এক দাবানলের ভেতর আটকা পড়েছে ৩০ জন শিক্ষার্থী।

রাজ্যের থেনি জেলায় সংঘটিত ভয়াবহ এই দাবানল থেকে আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এদাপ্পাড়ি পালানিস্বামী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের আবেদন জানিয়েছেন।

এরপর প্রতিরক্ষামন্ত্রী সীতারমণ শিক্ষার্থীদের উদ্ধারের জন্য ভারতীয় বিমান বাহিনীকে অভিযান শুরু করার নির্দেশ দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে।

প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এনডিটিভি কিছুক্ষণ আগে এ খবর জানিয়েছে।

সীতারমণ এনডিটিভিকে বলেন, আমি জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এরই মধ্যে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে এখন পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে। ’’

বাংলাদেশ সময়: ...ঘণ্টা, মার্চ ১১, ২০১৮/ আপডেট ২০৩১ ঘণ্টা/আপডেট ২১৩৩ ঘণ্টা

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।