ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নওয়াজ শরীফকে রাজনৈতিক নেতৃত্ব দানের অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
নওয়াজ শরীফকে রাজনৈতিক নেতৃত্ব দানের অযোগ্য ঘোষণা নওয়াজ শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজনৈতিক নেতৃত্ব দানের অযোগ্য ঘোষণা করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর ফলে প্রধানমন্ত্রী পদের পর নিজ দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধানের পদ থেকেও বিতাড়িত হলেন তিনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক আদেশের মাধ্যমে এ ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ ঘোষণা দেন।

পাকিস্তানের ১৫তম প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।    পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত: নওয়াজ

২০১৭-র নির্বাচন বিধি নিয়ে একটি মামলায় সর্বোচ্চ আদালত বলেন, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। অতএব সেই পদ ধরে রাখার কোনো অর্থই নেই নওয়াজের।

দেশটির জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এ ঘোষণায় বিপাকেই পড়তে হলো দলটিকে। একইসঙ্গে আগামী মাসে পাকিস্তান সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না নওয়াজ শরীফ।

গত বছরের জুলাইয়ে পানামা পেপার্স কেলেঙ্কারির মামলার রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। পরে ২৮ জুলাই ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এর আগে আরো দু’বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফ কোনোবারই মেয়াদ পূরণ করতে পারেন নি। সামরিক অভ্যুত্থানের কারণে ১৯৯৯ সালে এবং প্রেসিডেন্টের আদেশে ১৯৯৩ সালে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ