ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘লিটল রকেট ম্যানের’ সঙ্গে আলোচনায় সময় নষ্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
‘লিটল রকেট ম্যানের’ সঙ্গে আলোচনায় সময় নষ্ট ট্রাম্প ও কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার অর্থ হলো সময় নষ্ট করা।

ফলে এ বিষয়ে টিলারসনকে কর্মশক্তি অপচয় না করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, নিজের কর্মশক্তি সঞ্চয় করো, আমরা যা করার তা করবো।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এবার ট্রাম্প ‘লিটল রকেট ম্যান’ বা ক্ষুদ্র রকেট মানব বলে আখ্যা দিয়েছেন। এর আগেও ট্রাম্প কিমকে বিভিন্ন নামে ডেকেছেন।

তবে তিনি কী পদক্ষেপ পরবর্তী হিসেবে নিচ্ছেন তা পরিষ্কার করেননি।

এদিকে গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছিলেন, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।

মূলত এ কথার পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট এমন টুইট করলেন।

সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। জাতিসংঘেও যার রেশ গেছে।

যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করুক। উত্তর কোরিয়া গত বেশ কিছুদিন ধরে একের পর এক আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।