ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় লোকবল নির্মূলে রাজশাহীতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
স্বাস্থ্যসেবায় লোকবল নির্মূলে রাজশাহীতে মানববন্ধন স্বাস্থ্যসেবায় সনদবিহীন লোকবল নির্মূলের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট পদে সনদবিহীন লোকবল নির্মূলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ রাজশাহী শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালসহ সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে অবিলম্বে অদক্ষ, সনদবিহীন লোকবল নির্মূল করে মেডিকেল টেকনোলজিস্টদের প্রাইভেট চাকরি নীতিমালা প্রণয়ন করার কথা বলেন। কেবল তাই নয় এটি বাস্তবায়ন এবং আগামী মন্ত্রী পরিষদের সভায় ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চূড়ান্ত করার দাবিও জানান। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি করাসহ শূন্য পদে স্থগিতকৃত নিয়োগ চালুর দাবি জানান বক্তারা।

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলালের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক জামাত খান।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।