ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

মনোকথা

মনোচিকিৎসা বিষয়ে জবি শিক্ষকের বই প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মনোচিকিৎসা বিষয়ে জবি শিক্ষকের বই প্রকাশ মনোচিকিৎসা বিষয়ে জবি শিক্ষকের বই প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: মনোচিকিৎসার বিষয়বস্তু নিয়ে একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ সাজ্জাদ কবীর।

বইটির নাম ‘এসেনশিয়ালস অফ কাউন্সেলিং’ (Essentials of Counseling)।

সোমবার (১৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বইটি জবি ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমানকে দেওয়া হয়।

এ সময় মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাজ্জাদ কবির বাংলানিউজকে বলেন, বইটি অনার্স ও মাস্টার্স লেভেলের (পর্যায়ের) সিলেবাসের ভিত্তিতে লেখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জবির মনোবিজ্ঞান বিভাগে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের বিষয়বস্তু বইটিতে রয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অধিকাংশ বিষয়বস্তু বইটিতে পাওয়া যাবে।

এছাড়া সাধারণ মানুষের জন্যও বইটি উপযোগী। এ বই পড়লে স্ট্রেস (পিড়ন) ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট ও অ্যাংগার (রাগ) ম্যানেজমেন্ট সম্পর্কে জানা যাবে। বইটিতে রয়েছে রিলাক্সেশনের (শিথিলকরণ) বিভিন্ন টেকনিক (উপায়)।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ডিআর/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।