ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

যেসব স্থান ভ্রমণ না করলে জীবনটাই বৃথা! (পর্ব-৩)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
যেসব স্থান ভ্রমণ না করলে জীবনটাই বৃথা! (পর্ব-৩) যেসব স্থান ভ্রমণ না করলে জীবনটাই বৃথা! (পর্ব-৩)

ঢাকা: বিশ্বের অনেক বিখ্যাত বিখ্যাত স্থান হয়তো ঘুরে এসেছেন। তারপরেও, দেখার কি আর শেষ থাকে? তাজমহল, চীনের প্রাচীর, মিশরের পিরামিডের মতো বিখ্যাত সব স্থান দেখা হয়ে থাকলেও নিচের পাঁচটি স্থানে ভ্রমণ না করলে মনে হবে যেন জীবনটাই বৃথা।

 ভেনিস, ইতালি১১ ভেনিস, ইতালি

আড্রিয়াটিক সাগরের প্রান্তে শতাধিক দ্বীপ নিয়ে অবস্থিত ভেনিস। এই শহরকে বলা হয় সমুদ্র-নগরী।

পৃথিবীর অন্য যেকোনো শহরের তুলনায় এই নগরীর বৈশিষ্ট সম্পূর্ণ আলাদা। এই শহরের স্থাপনাগুলো মনে করিয়ে দেবে দুই-তিনশো বছর আগের সময়কে। আর এখানকার মজাদার সব ইতালিয়ান খাবার খুবই উপযোগ্য। জেরুজালেম১২ জেরুজালেম

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহরটি তিনটি প্রধান ধর্ম ইসলাম, খ্রিস্টধর্ম ও ইহুদিধর্মের পবিত্র স্থান। এতে রয়েছে বহু প্রাচীন স্থাপনা, দৃষ্টিনন্দন উপাসনালয় ও জমজমাট বাজার। সমৃদ্ধ সংস্কৃতির শহরটি পর্যটকদের অভিজ্ঞতার ভাণ্ডারকে নিয়ে যাবে ভিন্ন উচ্চতায়। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া১৩ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া

গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচর্যের একটি বলা হয়। এটি কেবল দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্রই নয়, এখানকার জীববৈচিত্র্য অনন্য। রিও ডি জেনিরো১৪ রিও ডি জেনিরো

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এ শহরটিতে রয়েছে বিশ্ববিখ্যাত কয়েকটি সৈকত। রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত ভাস্কর্য ও মায়াবি সৌন্দর্যের প্রতীক ‘ক্রাইস্ট দ্য রিডিমার’। এটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। এই শহরের মূল আকর্ষণ সাম্বা উৎসব যা ভোলা সম্ভব নয়!আইসল্যান্ড১৫. আইসল্যান্ড

উত্তর আটলান্টিকের এই ভলক্যানিক দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে রয়েছে অদ্ভুত সব অগ্নেয়গিরি, পাহাড়ি ঝরনা, হট স্প্রিং ও বরফের রাজ্য। অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য আইসল্যান্ড স্বর্গরাজ্য।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনএইচটি/এএ

যেসব স্থান ভ্রমণ না করলে জীবনটাই বৃথা! (পর্ব-২)

যেসব স্থান ভ্রমণ না করলে জীবনটাই বৃথা! (পর্ব-১)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।