ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

আবু জাফর শামসুদ্দীনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আবু জাফর শামসুদ্দীনের জন্ম আবু জাফর শামসুদ্দীনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ মার্চ ২০১৮, সোমবার। ২৮ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
১৯০৪ - যুক্তরাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।
১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - সুপারসনিক যাত্রীবাহী প্লেন কনকর্ড প্রথম আকাশে ওড়ে।
১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জন্ম
১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।
১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।
১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও সাংবাদিক। তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। উপন্যাস, ছোটগল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তার রচিত ‘পদ্মা মেঘনা যমুনা’ বাংলা সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক পান। ১৯৮৮ সালের ২৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভিব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক। তিনি গবেষণা সংস্থা ‘সিপিডি’র সভাপতি।
১৯৩৬ - আবু হেনা মোস্তফা কামাল,বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক।

মৃত্যু
১২৮৯ - দ্বিতীয় দিমিত্রি, জর্জিয়ার রাজা।
১৯৩৭ - ক্রিস্টোফার কডওয়েল, ব্রিটিশ সাহিত্যিক।
১৯৬০ - ক্ষিতিমোহন সেন, পণ্ডিত ও প্রাবন্ধিক।
১৯৮৮ - সমরেশ বসু, কথাশিল্পী। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন ও যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে ওঠে। ১৯৮০ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
২০০৩ - হাওয়ার্ড ফাস্ট, বিশ্বখ্যাত ঔপন্যাসিক, স্পার্টাকাসের লেখক।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।