ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ফার্নিচার বানাবে রোবট কাঠমিস্ত্রি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ফার্নিচার বানাবে রোবট কাঠমিস্ত্রি! ফার্নিচার বানাবে রোবট কাঠমিস্ত্রি!

ঢাকা: গবেষকরা এমন একটি রোবট তৈরি করেছেন যার নাম অটো’স (AutoSaw) অর্থাৎ স্বয়ংক্রিয় করাত। কাঠমিস্ত্রির দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ডিজাইনের কাঠের ফার্নিচার তৈরি করতে পারবে রোবটটি।

রোবটটি তৈরি করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) গবেষকরা। ঘর-বাড়ি সাফ করতে সক্ষম এমন একটি জনপ্রিয় রোবটের প্রযুক্তি ব্যবহার করেই এ নতুন রোবটি তৈরি হয়েছে।

গবেষকরা বলছেন, মানুষের কর্মসংস্থানের ক্ষতি করা এ রোবট নির্মাণের মূল উদ্দেশ্য নয়। বরং কাঠের কাজকর্মগুলো আরও নিরাপদ করে তোলাই হবে অটো’স এর কাজ।

প্রতিবছর অনেক কাঠমিস্ত্রি করাত জাতীয় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে আহত হন। এসব কাজের ভার লাঘব করবে এ রোবট। তাছাড়া কাঠের কাজে অনভিজ্ঞ মানুষদের বিভিন্ন ডিজাইন তৈরিতে সাহায্য করবে তা।

রোবটটি ফার্নিচারের বিভিন্ন অংশ নিখুঁতভাবে কাটবে। এরপর অংশগুলো জোড়া দিয়ে তৈরি করবে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার।

কাঠমিস্ত্রিদের ব্যবহৃত প্রচলিত যন্ত্রগুলোর তুলনায় অটো’স অনেক বেশি দ্রুত কাজ করতে পারে। তাছাড়া ফার্নিচার তৈরির খরচও কমাবে এ রোবট।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।