ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নিরব রোহিঙ্গা ক্যাম্পে নিরব (ছবি: সংগৃহীত)

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দেখা গেলো চিত্রনায়ক নিরবকে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সেখানকার বালুখালি ক্যাম্প পরিদর্শনে যান নিরব। বিকেল পর্যন্ত রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে সময় কাটান তিনি। নিজ হাতে বিতরণ করছেন ত্রাণ। এসময় তার সঙ্গে ছিলেন সানাউল হক বাবুল নামে একজন ব্যবসায়ী।

রোহিঙ্গাদের অবস্থা বর্ণনা করে নিরব বলেছেন, ‘এখানে একেকজনের জীবনের কাহিনি খুবই করুণ। গতকালই এক লাখের মতো রোহিঙ্গা ঢুকেছে শুনলাম।

এক বাবা তার শিশুকে কোলে নিয়ে আসছিলেন। পথে সেই শিশু মারা গেলে তাকে রেখেই ফিরতে হয়। ’

নিরব আরও বলেছেন, আমি সানাউল হক বাবু্ল ভাইয়ের (সিআইপি) সঙ্গে ক্যাম্পে এসেছি। ঘুরে বেড়াচ্ছি। তাদের জীবন দেখছি। কাছ থেকে না দেখলে তাদের জীবন উপলব্ধি করা সম্ভব নয়। এদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে প্রচুর সাহায্য ও টাকা প্রয়োজন। নিরব এ সময় দেশের সকল সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।