ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

পাসের আনন্দের কৃতিত্ব শিক্ষক আর বাবা-মায়ের

স্টাফ রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পাসের আনন্দের কৃতিত্ব শিক্ষক আর বাবা-মায়ের

ঢাকা: জিপিএ-৫ নিয়ে পাস করাটা সত্যিই আনন্দের। এ আনন্দের পুরোটা কৃতিত্ব শিক্ষক আর বাবা-মায়ের।

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমনটাই জানিয়েছেন জিপিএ-৫ নিয়ে পাস করা রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের বালক শাখার কয়েকজন শিক্ষার্থী।

অপরদিকে ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতাই পরীক্ষার্থীদের কৃতকার্য হওয়ার মূল কারণ বলে মনে করছেন কলেজের শিক্ষকেরা।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন জানান, অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না, কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পায়। এটি কলেজের একটি বিশেষ সাফল্যের দিক। শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত সবার সহযোগিতার ফলেই বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলাফলের ধারা অব্যাহত রয়েছে।

এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৯৭ জন শিক্ষার্থী। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার শতকরা ৯০, তবে ব্যবসায় শিক্ষা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।