ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

চাঁদপুর জেলার শীর্ষে মনসুর উদ্দিন মহিলা কলেজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
চাঁদপুর জেলার শীর্ষে মনসুর উদ্দিন মহিলা কলেজ

চাঁদপুর: চাঁদপুর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে কচুয়া উপজেলার মনসুর উদ্দিন মহিলা কলেজ। দ্বিতীয় ফরিদগঞ্জের হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। 

মনসুর উদ্দীন মহিলা কলেজ শতভাগ, হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ৯৯ দশমিক ৫৫ শতাংশ ও ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ৯৫ দশমিক ১২ শতাংশ।

জিপিএ ফাইভ পেয়ে জেলার সর্বোচ্চ স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ, এ প্লাস ২১ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এ প্লাস ২০ জন এবং তৃতীয় স্থানে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, এ প্লাস ১৩ জন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে স্ব-স্ব কলেজের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর সদর উপজেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে ডেফোডিল কলেজ, দ্বিতীয় অবস্থানে খেরুদিয়া কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ।  

হাজীগঞ্জ উপজেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে পাইলট স্কুল অ্যান্ড কলেজ ৮৯ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ ৮৩ দশমিক ৬৭ শতাংশ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ৬৬ দশমিক ১৩ শতাংশ।

জেলা সদরের চাঁদপুর সরকারি কলেজ ৭২ দশমিক ১৬ শতাংশ, এ প্লাস ৪ জন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ ৭৫ দশমিক ৬৩ শতাংশ, এ প্লাস ১২ জন। পুরান বাজার ডিগ্রি কলেজ ৭১ শতাংশ, এ প্লাস একজন। ফরিদগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে শতকরা ৭৬ দশমিক ২৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে।

এছাড়া জেলার অন্যান্য উপজেলার কলেজগুলো উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে সক্ষম হয়নি। এ বছর জেলার ৫১ কেন্দ্রে ২০ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।