ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২৩৩ জনের ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২৩৩ জনের ফল পরিবর্তন

কুমিল্লা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৩৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে । এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়।
 

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, বিভিন্ন বিষয়ে ১২ হাজার ৭০ জন শিক্ষার্থী ৩৩ হাজার ৭৩৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে । এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২৩৩ জনের।

ইংরেজি বিষয়ে ৮৩ জন ও আইসিটিতে ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৯৫ জন পরীক্ষার্থী। নতুন করে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৬৯১ জন জিপিএ-৫ অর্জন করল।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।