ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

মাতৃভাষা দিবসে বন্ধ ব্যাংক-পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
মাতৃভাষা দিবসে বন্ধ ব্যাংক-পুঁজিবাজার

ঢাকা: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ব্যাংক ও বিমা অফিস।

উভয় স্টক এক্সচেঞ্জের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, ওইদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ব্যাংক, বিমা এবং ডিএসই ও সিএসই’র অফিসিয়াল কার্যক্রম।

তবে পরদিন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০,২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।