ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

বন্দরনগরীর পুঁজিবাজার মেলার প্রচরণা শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বন্দরনগরীর পুঁজিবাজার মেলার প্রচরণা শুরু 

ঢাকা: বন্দরনগরীতে আয়োজিত ৩ দিনব্যাপী পুঁজিবাজার মেলার প্রচারণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বন্দরনগরী চট্টগ্রামের টাইগার পাস সড়কে ‘পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা’র লোগো খোলা আকাশে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রচার শুরু করেন কর্মকর্তারা।  

ষষ্ঠবারের মতো আয়োজিত এ মেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি।

নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। যা সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।  
 
আয়োজকরা বলছেন, পুঁজিবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।  

এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত হয়নি এমন কোম্পানিসহ সব ধরনের স্টেক হোল্ডারা অংশ নেবে।  

এবছর মেলায় ১০০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা রয়েছে। প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও সাধারণ স্টল থাকবে এবারের মেলায়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।