ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

টানা দু’দিন সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
টানা দু’দিন সূচকের পতন

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগের দিন অর্থাৎ রোববার উভয় বাজারে দরপতন হয়েছিলো। ফলে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস টানা সূচকের পতন হলো। তবে তার আগের সপ্তাহের শেষ তিন কার্যদিবস টানা সূচক বেড়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, সোমবার বাজারে ১৮ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৫২৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৮৭ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৩ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২০ কোটি ৭ লাখ ৯৭ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৯ কোটি ২৩ লাখ ২ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ২৬৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩২ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৭৭৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৮০৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২কোটি ৭২ লাখ ১৫ হাজার ৬৯৫ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ৩৫১ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।