ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পাঁচ উদ্যোক্তার পৌনে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
পাঁচ উদ্যোক্তার পৌনে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

ঢাকা: ব্যাংক, বিমা এবং পাট খাতের তিন কোম্পানির পাঁচ উদ্যোক্তা নিজ নিজ কোম্পানির মোট ২ লাখ ৮৬ হাজার ৩৮৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার মূল্যে শেয়ার বিক্রি করবেন।

বৃহস্পতিবার (১২অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানি তিনটি হলো ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), বিমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং পাট খাতের কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এর মধ্যে এমটিবি ব্যাংকের উদ্যোক্তা এএফএম মাহফুজ-উল- হাসান তার হাতে থাকা ৮৬ হাজার ৭৪১টি শেযারের মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন।

বিমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোক্তা- এটিএম রফিকুল ইসলাম ৮ লাখ ১৫ হাজার ২০০টি শেয়ারের মধ্যে ৫০ হাজার, আবুল বশির ৪ লাখ ৫৩ হাজার ৬০০ শেয়ারে মধ্যে ১ লাখ এবং ইউসুফ ওয়াজেদ আলী চৌধুরী ৪ লাখ ২০ হাজার শেয়ারের মধ্যে ৮০ হাজার শেয়ারের বিক্রি করবেন।

এ ছাড়াও পাট খাতের নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এম আহমেদ ইউসুফ হাতে থাকা ৬ হাজার ৫২৭টি শেয়ারের মধ্যে ৬৩৮৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১২,২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad