ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিন উত্থান

ঢাকা: আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। 
 
 

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।


 
এর ফলে টানা তিন কার্যদিবস (বুধ, বৃহস্পতি ও চলিত সপ্তাহে রোববার) দরপতনের পর টানা দুই কার্যদিবস (সোম ও মঙ্গলবার) দেশের পুঁজিবাজারে উত্থান হলো।
  
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৬ কোটি ৩১ লাখ ৭২ হাজার ২৮৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬৮ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৯৮৭ টাকা।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।