ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসিতে ফেল থেকে পাস করলো ৫৪ শিক্ষার্থী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এইচএসসিতে ফেল থেকে পাস করলো ৫৪ শিক্ষার্থী!

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

শনিবার (১৮ আগস্ট) সকালে শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে পুনর্নিরীক্ষণের আবেদন করা ৫৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।

মো. মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ শেষে গ্রেড পরিবর্তন হয়েছে ৪০৯ শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ৫৪ শিক্ষার্থী, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০ শিক্ষার্থী এবং গ্রেড বেড়েছে ৩৩১ শিক্ষার্থীর।

এর আগে ১৯ জুলাই প্রকাশিত এইচএসসির ফল পুন:নিরীক্ষণ চেয়ে ১৯ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সময়ে ১৭ হাজার ৭৪০ শিক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।