ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক পরিচালিত কলেজে পাসের হার ৭০.৭৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
চসিক পরিচালিত কলেজে পাসের হার ৭০.৭৮ শতাংশ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে চসিক পরিচালিত কলেজের ফলাফলে হস্তান্তর করছে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা

চট্টগ্রাম: এইচএসসিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত কলেজে এবছর পাসের হার ৭০ দশমিক ৭৮ শতাংশ। চসিকের ‍অধীভূক্ত ২০টি কলেজ হতে ৭ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে এবছর পাস করেছে ৫ হাজার ৪৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রকাশিত চট্টগ্রামে শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে এসব তথ্য জানা যায়।
আরও খবর>>**এইচএসসিতে চট্টগ্রামে পাসের হার ৬২.৭৩ শতাংশ
এদিকে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এইচএসসি পরীক্ষার ফলাফলের একটি কপি চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরে নিম্নআয়ের সন্তানেরা চসিক পরিচালিত কলেজের অধীনে স্বল্প খরচে অধ্যয়ন করে। সেই তুলনায় এবারের ফলাফলটি সন্তুষ্টির দাবিদার।

আশা করছি আগামীতে শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করবে।

ফলাফল হস্তান্তরকালে চসিক কাউন্সিলর এইচএম সোহেল, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম, উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আবুল মনছুর ভুঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২২০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad