ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১ লাখ বৃক্ষরোপণ হচ্ছে চট্টগ্রামে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
১ লাখ বৃক্ষরোপণ হচ্ছে চট্টগ্রামে প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ১ লাখ ৬ হাজার ৮৯৯টি বৃক্ষরোপণ করতে যাচ্ছে সরকার। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা এবং নগরের ৯টি থানায় এসব বৃক্ষরোপণ করা হবে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১১টায় নগরের প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে (পিটিআই) এ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

বন অধিদফতর সূত্রে জানা গেছে, এবছর বৃক্ষমেলা উপলক্ষে সারাদেশে ৩০ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার (১৮ জুলাই) এসব বৃক্ষরোপণ করা হবে। এরই অংশ হিসাবে চট্টগ্রামে ১ লাখ ৬ হাজার ৮৯৯টি বৃক্ষরোপণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীনে ৯ উপজেলার মধ্যে রাঙ্গুনিয়ায় ৭ হাজার, বোয়ালখালীতে ৩ হাজার ৬৮১, পটিয়ায় ৬ হাজার ৫০০, চন্দনাইশে ৬ হাজার ৫০০, সাতকানিয়ায় ৬ হাজার ৫০০, লোহাগাড়ায় ৫ হাজার ১০১, আনোয়ারায় ৫ হাজার ৩৫০, বাঁশখালীতে ৬ হাজার ৫০০ এবং কর্ণফুলীতে ২ হাজার ৩৬০টি বৃক্ষরোপণ করা হবে।

অন্যদিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে ৫ উপজেলার মধ্যে মিরসরাই, সীতাকুণ্ড ও ফটিকছড়িতে ৬ হাজার ৫০০ করে, হাটহাজারীতে ১০ হাজার ৪০০, এবং রাউজানে ৬ হাজার ৮৫২টি বৃক্ষরোপণ করা হবে।

এছাড়াও উপকূলীয় বন বিভাগের অধীনে সন্দ্বীপ উপজেলায় বৃক্ষরোপণ করা হবে ৬ হাজার ৫০০।

নগরের ৯ থানার মধ্যে ডবলমুরিংয়ে ৫৪০, পাহাড়তলীতে ২৭০, পাঁচলাইশে ৮৬৫, বন্দরে ২ হাজার ৮০০, কোতোয়ালীতে ৩ হাজার ১৫৫, চান্দগাঁওয়ে ২ হাজার ৭৭৪, পতেঙ্গায় ১ হাজার ৩০০, বায়েজিদে ৮৫০ এবং বাকলিয়ায় ১ হাজার ৬০১টি বৃক্ষরোপণ করা হবে।

বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ বাংলানিউজকে বলেন, বুধবার (১৮ জুলাই) ঢাকায় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষমেলা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপণ করা হবে। এরই অংশ হিসাবে চট্টগ্রামের ৩ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৬ হাজার ৮৯৯টি বৃক্ষরোপণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এবছর বৃক্ষমেলা উপলক্ষে সারাদেশে ৩০ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনায় চট্টগ্রামে এ কর্মসূচির আওতায় লক্ষাধিক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগের তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হলেও জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দিচ্ছে। বলেন মো. ইলিয়াস হোসেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এমআর/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।