ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩০ কোটি টাকার ‘আইটি পার্ক’ নির্মাণে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
৩০ কোটি টাকার ‘আইটি পার্ক’ নির্মাণে চসিক লোগো

চট্টগ্রাম: ৩০ কোটি টাকা ব্যয়ে নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে ‘আইটি পার্ক’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ প্রকল্পে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।

বুধবার (১৮ জুলাই) চসিকের সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়নে এমওইউ (সমঝোতা স্মারক চুক্তি) স্বাক্ষরিত হবে।

চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নগরের আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে আইটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান ৫ তলা বিশিষ্ট সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটকে ১১ তলায় উন্নীত করে সেখানে আইটি পার্ক নির্মাণ করা হবে। ১ লাখ বর্গফুটের এ আইটি পার্ক নির্মাণে ৩০ কোটি টাকা অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।

প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের আইসিটি সেক্টর আরও এগিয়ে যাবে বলেও মত প্রকাশ করেন সিটি মেয়র।

আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে আইটি পার্ক নির্মাণের কথা জানিয়ে চসিকের আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান বাংলানিউজকে জানান, আইসিটি খাতকে এগিয়ে নিতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন আইটি পার্ক নির্মাণ উদ্যোগ নিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে চসিকের সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমওইউ স্বাক্ষরিত হবে।

এ উপলক্ষে বুধবার সকালে নগরের একটি পাঁচতারকা হোটেলে এমওইউ স্বাক্ষরিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও হাইটেক পার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসেনে আরা বেগম এমওইউতে স্বাক্ষর করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।