ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিপিজেএর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
সিপিজেএর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা

চট্টগ্রাম: বন্দরনগরীর আলোকচিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

প্রধান অতিথি বলেন, সিপিজেএ সদস্যরা ৩২ বছর ধরে চট্টগ্রামকে ছবির মাধ্যমে তুলে ধরছেন বিশ্বব্যাপী।

একটা ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। যা ভবিষ্যতেও বজায় থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, নব নির্বাচিত সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, কবি এজাজ ইউছুফী, আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, সংগঠনের সাবেক সভাপতি মশিউর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম।

সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কাজী মহসীন, মোস্তফা নঈম, রূপম চক্রবর্তী, শিশির বড়ুয়া, কুতুব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সুভাষ কারণ, যুগ্ম-সম্পাদক নিপুল কুমার দে, অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রদর্শনী সম্পাদক মো. সরওয়ারুল আলম (সোহেল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, নির্বাহী সদস্য রনী দে, সাবেক যুগ্ম সম্পাদক রাজেশ চক্রবর্তী, সাবেক নিবার্হী সদস্য প্রদীপ শীল, সদস্য এসএম তামান্না, সৌরভ দাশ, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী, অনুপম বড়‍ুয়া, সুরঞ্জিত শীল ও শ্যামল নন্দী।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad