ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিখোঁজের ৩০ ঘণ্টা পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
নিখোঁজের ৩০ ঘণ্টা পর বৃদ্ধার মরদেহ উদ্ধার প্রতীকী

চট্টগ্রাম: বাসা থেকে হাঁটতে বেরিয়ে মঞ্জু সেন (৭৭) নামে এক বৃদ্ধা নিখোঁজ হন। পরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার (২৬ মে) দুপুর ১টার দিকে নগরের সদরঘাট থানার অভয়মিত্র ঘাট (নেভাল-২) এলাকায় থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মঞ্জু সেন নগরের কোতোয়ালী থানার শিববাড়ি এলাকার মানিক চন্দ্র সেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার এসআই মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘বাসা থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কি কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ’

এর আগে শুক্রবার (২৫ মে) সকাল ৬টার দিকে নগরের কোতোয়ালী থানার শিববাড়ি এলাকার বাসা থেকে মর্নিংওয়াকে বের হন মঞ্জু সেন।

একইদিন দুপুরেও বাসায় না ফেরায় ওনার ছেলে রতন সেন কোতোয়ালী থানায় নিখোঁজ ডায়েরি করেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।