ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্কুলের সোলার প্যানেলের ব্যাটারি চুরি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মে ২৬, ২০১৮
স্কুলের সোলার প্যানেলের ব্যাটারি চুরি প্রতীকী

চট্টগ্রাম: পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি তালা ভেঙে সোলার প্যানেলের (বিদ্যুতের) মুল্যবান ব্যাটারি চুরি হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে ইফতারীর সময় এ ঘটনা ঘটে।

পরে স্কুলের দারোয়ান স্কুলে বিদ্যুতের সুইচ দিতে গেলে চুরির বিষয়টি দেখতে পান।

জানা গেছে, শুক্রবার স্কুল বন্ধ থাকায় সংঘবদ্ধ চোরের দল ইফতারের সময় উপজেলার ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে সোলার প্যানেলের ব্যাটারি চুরি করে নিয়েছে।

ওই প্রাইমারি স্কুল উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন হলেও পার্শ্ববর্তী বড়লিয়া ইউনিয়নের সীমান্তে লাগোয়া। ঊনাইনপুরা সরকারি প্রাইমারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব জানিয়েছেন, ইফতারীর সময় সংঘবদ্ধ চোরের দল তাদের স্কুলে প্রবেশ করে তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমিষ্ঠা রায় বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করবেন।

তবে চুরির বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ২৬, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।