ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমির খসরু চৌধুরীর বোনের ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৮
আমির খসরু চৌধুরীর বোনের ইন্তেকাল

চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বড় বোন এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজের স্ত্রী হাসনে হেনা ফয়েজ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে নগরের খুলশী থানার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

হাসনে হেনা ফয়েজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী তার বড় ছেলে।

শুক্রবার (২৫ মে) সকাল ১০টায় নগরের জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ফটিকছড়ির বক্তপুর গ্রামে বাদে জুমা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হাসনা হেনা ফয়েজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, বেগম রোজী কবির, নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, নগর যুবদল সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বুলু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদ খান, সাইফুদ্দিন সালাম মিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad