ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির কার্যালয় ভাংচুর করেছে।।ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের নিউমার্কেট নামে পরিচিত বিপণিবিতান শুক্রবার খোলা রাখার সিদ্ধান্তে উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির কার্যালয় ভাংচুর করেছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

শ্রমিক-কর্মচারীরা জানান, ঈদকে সামনে রেখে অনেক আগে থেকে শুক্রবার বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সগির বাংলানিউজকে বলেন, ‘কর্মচারীরা আমাদের ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর করেছে। যেহেতু রমজান মাস তাই আগামীকাল শুক্রবার দোকান খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মার্কেটের কিছু কর্মচারী আমাদের ব্যবসায়ী সমিতিতে অতর্কিত হামলা করেছে। আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। ’

বিপনী বিতানের ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুরের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, 'ছুটি নিয়ে দোকান মালিক ও কর্মচারীর মধ্যে বিরোধের জের ধরে ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর হয়েছে। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।